স্টাফ রিপোর্টার:
জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি করোনা থেকে সুস্থতা লাভ করায়, শুকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর শেরপুর জি,কে পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জেলা মহিলা আওয়ামীলীগ ও মহিলা যুবলীগ এর আয়োজনে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদীকা নাসরীন বেগম ফাতেমার সভাপতিত্বে ও মহিলা আওয়ামীলীগ নেত্রি শরিফুন্নাহার সম্পার সঞ্চালনায় এ শুকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধার মোঃ আতিউর রহমান আতিক এমপি। এছাড়াও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামিম হোসাইন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা,ভাতশালা ইউপি চেয়ারম্যান নুজমুন্নাহার হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপিসহ জেলা মহিলা আওয়ামীলীগ ও মহিলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।